muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডেঙ্গুতে ফরিদপুর ও কুষ্টিয়ায় ২ জনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় নিহত নারীর নাম মিনা খাতুন (২১)। তিনি  ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান জানান, গেল রবিবার দুপুরে মিনা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। গতকাল সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও মিনা খাতুন সেখানে যায়নি।

এদিকে গেল ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮০০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হলো।

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া ব্যক্তির নাম সিদ্দিক।

সোমবার দিনগত রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি মাদারীপুর জেলার রাজহৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানান, গেল ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৮৭ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ১৯৪ জন। এ ছাড়া ১ হাজার ৬২৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৬০ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে।

Tags: