muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মোদিকে ভারতের জাতির জনক বললেন ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের জাতির জনক বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোদির প্রশংসা করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আগের ভারতবর্ষ…খুবই ছিন্ন বিচ্ছিন্ন ছিল এই দেশ। প্রচুর মতবিরোধ ছিল, প্রচুর লড়াই ছিল। মোদি সবাইকে একত্রিত করেছেন। একজন বাবার মতো তিনি সবাইকে বেঁধে রেখেছেন। হয়ত তিনিই ভারতের পিতা । আমাদের উচিত তাকে ভারতের জনক বলে ডাকা… আমি মনে করি তিনি ভারতে দুর্দান্ত কাজ করছেন।’

ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক সন্ত্রাসবাদ ও কাশ্মীর সমস্যা ভালোভাবেই সামাল দিতে পারবেন বলে তিনি আশা করেন।’

ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি আপনাদের প্রধানমন্ত্রী এটা করতে পারবেন…আপনারা মহান এক প্রধানমন্ত্রী পেয়েছেন এবং তিনি সমস্যার সমাধান করবেন, আমার এতে কোনো সন্দেহ নেই।’

পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে লালন করছে উল্লেখ করে এ ব্যাপারে তিনি ইসলামাবাদকে কোনো বার্তা দিতে চান কিনা জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে।

তিনি বলেন, ‘এই বার্তাটি আমার দেওয়ার নয়, প্রধানমন্ত্রী মোদির জন্যই এই বার্তা। আর তিনি এই বার্তাটি একেবারে স্পষ্ট এবং জোর গলায় দিয়েছেন। আমি নিশ্চিত যে তিনি এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম।’

Tags: