muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

‘নদী ভাঙ্গন রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার’

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী ভাঙ্গন রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কিশোরগঞ্জের হাওরে ভাঙ্গন কবলিত এলাকা ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নদী ভাঙ্গন রক্ষায় এক হাজার একশ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বছর নদী ভাঙ্গনের কবল থেকে ক্ষতিগ্রস্তরা রক্ষা পাবেন।

দিনভর হাওর সফরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ব্যাটারিচালিত অটোরিকশায় ও স্পিডবোটে চড়ে জেলার মিঠামইন উপজেলা সদর, নিকলীর সিংপুর ও ছাতিরচর এবং বাজিতপুর উপজেলার আছানপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: