muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে ১২,৫০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

প্রজনন মৌসুমে  ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় বরগুনার আমতলীতে শনিবার সকালে পায়রা নদীর গুলিশাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ১২.৫০০ মিটার কারেন্ট  জাল জব্দ করেন  আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন।

শনিবার দুপুরের সময় উপজেলা পরিষদ চত্বরে  ইউএন ও মনিরা পারভীনের উপস্থিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।  

আমতলী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার গুলিশাখালী ইউপির পায়রা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জালগুলো পেয়ে জব্দ করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলমসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। 

Tags: