muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশকে শতবার সহযোগিতা করব : সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মনোনীত হয়ে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব।’

গত বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র (সিএবি) নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি তুলে ধরেন সৌরভ।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছু দিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

বিসিসিআই’র সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অভিনন্দন-বার্তা পেয়েছেন বলেও জানান সৌরভ গাঙ্গুলী।

আগামী মাসে ভারতের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই টেস্টের একটি ভেন্যু সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ইডেনে টেস্ট আয়োজনকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ইতিমধ্যে নানা উদ্যোগও নিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সব সময়ই আগ্রহী সৌরভ। খোঁজ-খবরও রাখেন সব সময়।

বাংলাদেশ গত বিশ্বকাপে বোলিংয়ের কারণে ভুগেছে জানিয়ে সৌরভ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

Tags: