muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

বাংলাদেশে ‘পাবজি’ নিষিদ্ধ

দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল-এর তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি) নিষিদ্ধ করেছে পুলিশ।

শুক্রবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে গেমটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, সমাজে বিরূপ প্রভাব পড়ছে এমন বিবেচনায় গেমটির এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

ডিএমপির সাইবার সিকিউরি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আল কিবরিয়া জানান, এটি  বিটিআরসি বন্ধ করেছে। গেমটির বিরূপ প্রভাব নিয়ে অনেকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়। 

তিনি জানান, কয়েক দিন আগে বিটিআরসি এ গেম নিষিদ্ধ করে।

তিনি বলেন, এই খেলাটি শিশুদের মানসিকভাবে ক্ষতি করছে এমন অনেক অভিযোগ আমাদের কাছে আসার পর আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করি।

Tags: