muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

নিষিদ্ধের পর খুলে দেওয়া হলো ‘পাবজি’

দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল এর তৈরি করা অনলাইন গেম পাবজি (প্লেয়ারআননোনস ব্যাটেলগ্রাউন্ডস) বাংলাদেশে বন্ধ করার পর আবার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘রিভিউ করে গেমটি আবার খুলে দেওয়া হয়েছে।’

এর আগে শুক্রবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ থেকে বাংলাদেশে পাবজি বন্ধের বিষয়টি জানানো হয়।

ভিডিও গেমটি কয়েকজন মিলে খেলতে হয়। একটি বিমানে করে প্যারাশুটের মাধ্যমে প্লেজোনে নামতে হয়। যা অনেকটা দ্বীপের মতো। এক বা চারজনের গ্রুপ করে গেমটি খেলতে হয়। প্রতিপক্ষ নিজে বা গ্রুপ বাদ বাকি সবাই।  অন্যদের মের নিজে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যা বা যে গ্রুপটি টিকে থাকে তারাই বিজয়ী হয়।

Tags: