muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্রিকেটারদের ধর্মঘট বিদ্রোহ নয় : বিসিবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেছেন ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটারসহ মিরপুরের একাডেমি মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৬০ ক্রিকেটার। জাতীয় দলের চুক্তি ও বেতন বাড়ানো, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন সাকিব, তামিম, মুশফিক, নাঈম, জুনায়েদ, ফরহাদ রেজারা। ১১ দফা দাবি তোলার পাশাপাশি ক্রিকেটাররা সাফ জানিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি মেনে না নেওয়া পর্যন্ত সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকবে। স্পষ্ট করে তারা ধর্মঘটের ডাক দেন।

তবে ক্রিকেটারদের এ ধর্মঘটকে বিদ্রোহ বলতে নারাজ বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তাৎক্ষণিক একাডেমির সামনে গণমাধ্যমে বলেন, ‘এটা ঠিক বিদ্রোহ নয়। খেলোয়াড়রা বোর্ডেরই অংশ। খেলোয়াড়রা বিভিন্ন সময়ে তো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসে। আমাদের চেষ্টা থাকে সেগুলো পূরণ করার। আজকে বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা বোর্ড পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

গণমাধ্যমে বিষয়টি আসলেও বোর্ড ক্রিকেটারদের থেকে আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় থাকবে তা বোঝা গেল সিইও নিজামউদ্দিনের কথায়, ‘যে কোনো বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ব্যাপারটা মাত্র আমরা জানলাম। আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। তাদের বিষয়গুলো পেলে আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করব এবং পরবর্তীতে এই ব্যাপারে বোর্ড ব্যবস্থা নেবে।’

Tags: