muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ফাইনালে কিশোরগঞ্জ-টাঙ্গাইল ও মানিকগঞ্জ-ফরিদপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর প্রতিযোগিতায় টিকে রইলো কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলা।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বালিকাদের প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নেমেছিলো নারায়ণগঞ্জ জেলা। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা।

আরেক ম্যাচে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে নরসিংদী জেলার প্রতিপক্ষ ছিলো টাঙ্গাইল জেলা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নেয় টাঙ্গাইল জেলা।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর বেলা ২ টায়।

এদিকে বালকদের প্রথম সেমিফাইনালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নামে ফরিদপুর জেলা। ম্যাচের শেষ ৫ মিনিটে ৩ গোলের বড় জয়ে ফাইনালে জায়গা করে নেয় ফরিদপুর জেলা।

আরেক সেমিফাইনালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাজবাড়ী জেলার বিপক্ষে মাঠে নেমেছিলো গত আসরের রানার্স আপ দল মানিকগঞ্জ জেলা। ৪ গোলের বড় জয় নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো মানিকগঞ্জ জেলা।

আগামী ৩ নভেম্বর বিকেল ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা।

Tags: