muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ভূমি অফিসের নির্মিত ভবন উদ্বোধন

কিশোরগঞ্জে ভূমি অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। দুপুরে জেলা সদরের চৌদ্দশত ইউনিয়নের ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার, সদর উপজেলার প্রকৌশলী জোনায়েত আলম, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা, বিন্নাটী ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল প্রমুখ।

চৌদ্দশত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সখিনা বেগম ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনিসুর রহমানের যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য লোকজনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্র্গ বক্তৃতা করেন।

বিকেলে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী সদর উপজেলার ভূমি অফিসের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে গণপুর্ত বিভাগের বাস্তবায়নাধীন ৪ তলা ভীতের ২ তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ বাহাদুর আলী, উপ বিভাগীয় প্রকৌশলী সাকিলা ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার, সদর উপজেলার প্রকৌশলী জোনায়েত আলম প্রমুখ।

পরিশেষে জেলা প্রশাসক সদর উপজেলার ভূমিহীন পরিবারের মধ্যে সরকারী খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন।

Tags: