muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

এবার সার্টিফিকেট পোড়াতে চান ‘৩৫’ আন্দোলনকারীরা

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অষ্টম দিনের মত চলছে আন্দোলনকারীদের গণঅনশন কর্মসূচি।

লাগাতার গণঅনশন কর্মসূচির পরেও উপর মহল থেকে ইতিবাচক কোনো সাড়া না মেলায় এবার সার্টিফিকেট পুড়িয়ে ফেলার কর্মসূচি দিতে চলেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বিষয়টি জানিয়েছেন।

কাফন সমাবেশ, গণঅনশন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সঙ্গে আজ শুক্রবার রাতে সার্টিফিকেট পোড়ানোর কর্মসূচিও পালন করা হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সর্বশেষ গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন শুরু করেন করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

তাদের চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ১০০ থেকে ৫০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

Tags: