muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পাপনসহ বিসিবির ১০ কর্তার বিরুদ্ধে আইনি নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে তৃতীয় বিভাগের একটি ক্লাব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম, সদস্য সচিব কো-অর্ডিনেটর আলী হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে সোনার বাংলা ক্রীড়াচক্রের কো-অর্ডিনেটর আলী আহমেদ এ নোটিশ পাঠান। তৃতীয় বিভাগের ক্রিকেট ক্লাব সোনার বাংলা ক্রীড়াচক্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিসিবি বাইলজে অনিয়ম করেছে।

এ বিষয়ে বিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোনার বাংলা ক্রীড়াচক্র ক্লাব থেকে জানানো হয়েছে, এবারের তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সিসিডিএম দুবার দুইরকম বাইলজ করেছে। প্রথমে বলা হয়েছে, দুই দলের পয়েন্ট সমান হলে সর্বাধিকসংখ্যক জয়ের বদলে ‘হেড টু হেড’ ধরা হবে। এবং সেভাবেই প্রথম লিগ থেকে চারটি করে আট দলকে নিয়ে সুপার লিগ করা হয়েছে।

কিন্তু লিগ টেবিলের রানার্সআপ নির্ধারণের সময় আবার সেই আইন পাল্টে সর্বাধিকসংখ্যক জয়কে মানদণ্ড ধরার কথা বলা হয়েছে। তাতে করেই সোনার বাংলা ক্রীড়াচক্রের তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে ওঠার পথ হয়েছে রুদ্ধ।

Tags: