muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

সৌদি আরবে তুষারপাত!

গত কয়েকদিনে ভারি তুষারপাতে ঢাকা পড়েছে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল। বিভিন্ন স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গেছে। সৌদি আবহাওয়া সংস্থা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি উষ্ণ অবস্থায় রাখার জন্য অনুরোধ করেছে। বিচ্ছিন্ন জায়গায় ভ্রমণ এড়াতে অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা অধিদপ্তর থেকে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানিয়েছে, বেশকিছু অঞ্চল ছাড়াও তাবুক, আল-মদিনা, আল-জাওফ এবং উত্তর সীমান্তে শিলাবৃষ্টি ও কনকনে ঠান্ডা ঝড়ো হাওয়া বইবে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, লোহিত সাগরের তলদেশীয় বায়ু চলাচল উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০-৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে। আরব উপসাগরে তলদেশীয় বায়ু চলাচল দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণে ১৫-৪০ গতিবেগের মধ্যে রয়েছে।

Tags: