muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিপিএলে ১১৫ মিটারের সবচেয়ে বড় ছক্কা রাসেলের

বিপিএলের সবচেয়ে বড় ছক্কাটি হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। আজ শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে তিনি মোহাম্মদ আমিরকে মিড উইকেট দিয়ে এক বিশাল ছক্কা হাঁকান। মিটারের হিসেবে সেটি ১১৫ মিটার দূরে গিয়ে গ্যালারিতে পড়ে। চলতি বিপিএলে এটা সবচেয়ে বড় ছক্কা।

তার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদউল্লাহ রিয়াদ সবচেয়ে বড় ছক্কা হাঁকিয়েছিলেন। তার হাঁকানো ছক্কাটি ছিল ১১৩ মিটারের। মাহমুদউল্লাহর সতীর্থ নুরুল হাসান সোহান মেরেছিলেন ১১০ মিটার লম্বা ছক্কা। এ ছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সের দাওয়িদ মালান ১০৯ মিটার ও খুলনা টাইগার্সের রাইলি রুশো ১০৮ মিটার ছক্কা হাঁকিয়েছিলেন।

বিপিএলে এর আগে অবশ্য ক্রিস গেইলও রাসেলের মতো বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। তার হাঁকানো ছক্কাটি সাইড স্ক্রিনে লেগে গ্যালারিতে পড়েছিল। এবারের আসরে ১১ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্সের শ্রীলঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকা মুস্তাফিজুর রহমানকে এক বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। সেটি গ্র্যান্ডস্টান্ডের ছাদের ওপর পড়ে মাঠের বাইরে চলে যায়। যদিও সেটার স্বীকৃত দূরত্ব প্রকাশ করা হয়নি। 

Tags: