muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময়

কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বেসরকারী গ্রন্থাগার প্রধানদের সাথে মতবিনিময় করেছে জেলা সরকারী গণগ্রন্থাগার। শনিবার বিকেলে জেলা শহরের আলোরমেলাস্থ সরকারী গণগ্রন্থাগার অডিটরিয়ামে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

‘পড়ব বই গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমনের সভাপতিত্বে মতবিনিময়সভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিদ্দিক, কিশোরগঞ্জ শাখার সভাপতি মোঃ রুহুল আমীন, ফরিদা মাহমুদ ঝর্ণা পাঠাগারের সভাপতি ফিরোজ উদ্দিন ভুইয়া, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, করিমগঞ্জ উপজেলা পাঠাগারের প্রচার সম্পাদক মামুন উজ্জল, অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন রাসেল,স্বপ্নীল গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর, সৃষ্টি পাঠাগারের শাকিলা আক্তার,সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালার জিয়া উল হক বাতেন, গোলাপ আমিন, আবু জাফর ইয়াসমিন, নিরিবিলি পাঠাগারের ডাঃ সাজ্জাদ হোসাইন সমুজ, আলোরদিশারী পাঠাগারের মোঃ আবুল বাশার হাশেম, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের মোঃ সোহেল মিযা, মাস্টার সফি উদ্দিন গণগ্রন্থাগারের শরীফুল ইসলাম, দীপ শিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার সভাপতি নাঈম মিয়া বদরুল আলম, শিশুদের হাসি পাঠাগারের ইয়াসিন আহমেদ প্রমুখ।

মতবিনিময়সভায় আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

Tags: