muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

রফিকের জীবন বাঁচাতে প্রয়োজন ১ লক্ষ ৩০ হাজার টাকা

সোহেল ইবনে ছিদ্দিক ।। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী আকন্দ পাড়া গ্রামের হত দরিদ্র মোঃ রফিকুল ইসলাম জটিল রোগ- পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ (ভাস্কুলার/ধমনী/শিরা ব্লগ) নামক রোগে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভাস্কুলার সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভাস্কুলার সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অনেক দেরি করে রোগীকে তাদের কাছে নিয়ে আসা হয়েছে তাই বর্তমানে রোগীর অবস্থা তেমন ভাল না, দ্রুত বাইপাস সার্জারি করতে না পারলে হয়ত তার পা দুটোই কেটে ফেলা লাগতে পারে। আরো দেরি হলে হয়ত হৃদপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে তাই দুই-এক দিনের মধ্যেই সার্জারী করতে হবে। দুই পায়ে দুইটা রিং পড়াতে হবে। সব মিলিয়ে সরকারিভাবে করলেও প্রায় এক লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার টাকার মত প্রয়োজন। হত দরিদ্র মোঃ রফিকুল ইসলামের একমাত্র ছেলে ঢাকায় একটা গার্মেন্টসে চাকরি করে আর সহায় সম্পত্তি বলতে তার বাড়িতে বসত ভিটে ছাড়া আর কিছুই নেই। তাই তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।

সহযোগিতার জন্যে যোগাযোগের ঠিকানাঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ইমার্জেন্সি ভাস্কুলার সার্জারী, ব্লক সিট নং-০৩।
মোবাইল নংঃ ০১৭৪২-৬৫৬০৯৪, ০১৯৭৮-৮৫৮৩৩৩ (বিকাশ পার্সোনাল)

Tags: