
ময়মনসিংহে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কাস্টমস দিবস উপলক্ষে আজ (রবিবার) ২৬ জানুয়ারি ময়মনসিংহে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ঢাকা ( উওর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেন। র্যালিটি ময়মনসিংহের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে টাউন হল মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে তারেক স্মৃতি অডিটোরিয়াম একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৩, গৌরীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূলক নীতি) ড.আব্দুল মান্নান শিকদার, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া, কর অঞ্চল – ময়মনসিংহের কর কমিশনার সুকুমার সেনগুপ্ত, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, সবাই ঠিকমতো ভ্যাট পরিশোধ করলে ব্যবসায়িক পরিবেশ তৈরি করা যাবে।