muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

স্কুলবাসে ৫ টাকা ভাড়া, থাকছে মহিলা হেলপারও

চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসির ১০টি দ্বিতল স্কুলবাস চালু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) থেকে বাসগুলো চালু করা হয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ চট্টগ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাসগুলো চালু হওয়ায় স্কুল শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে যেকোনও দূরত্বে চলাচল করতে পারবে। এত কম ভাড়ায় স্কুল শিক্ষার্থীরা যে কোনও দূরত্বে যাতায়াত করতে পারায় খুশি অভিবাবক-শিক্ষার্থীসহ চট্টগ্রামবাসীরা। মহৎ এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট সকলে।

জানা গেছে, প্রতিটি দ্বিতল বাস নানা রঙে সাজানো হয়েছে। প্রতিটি বাসে ৩০টি ফ্যান, ১২টি বাতি, ৭৩টি বসার সিট, একজন ড্রাইভার ও একজন মহিলা এবং একজন পুরুষ হেলপার দায়িত্বে রয়েছেন। পুরো বাস সিসি ক্যামেরার আওতাধীন। বাসের নিচের তলায় ছাত্রী এবং উপরের তলায় ছাত্রদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।

Tags: