muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

ঈসা খাঁনের স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধিদল

কিশোরগঞ্জ জেলার ঈসা খাঁনের স্মৃতিজড়িত জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে অবস্থিত মহাবীর ঈসা খানের স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক রাখী রায়, সহকারী পরিচালক ছাদেকুজ্জামান, সদ্য এলপিআরে যাওয়া সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন চৌধুরী, প্রকৌশলী মোঃ ফিরোজ, ফিল্ড অফিসার মোঃ খায়রুল বাশার স্বপন, সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ মোঃ আবুল হোসেন, সহকারী স্থপতি খন্দকার মাহফজ আলম, সার্ভেয়ার মোঃ লোকমান হোসেন, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান, দেওয়ান আনোয়ারসহ স্থানীয় লোকজন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

পরিদর্শনে আসা প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, মহাবীর ঈসা খানের স্মৃতি বিজড়িত বাড়িটিকে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রুপ নেওয়ার জন্য অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে রাসায়নিক সংস্কার কাজ চলমান রয়েছে। এছাড়াও একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ডিজিটাল সার্ভে সম্পাদন করা হয়েছে।

Tags: