muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঈশ্বরগঞ্জে জাতীয় পতাকা সংক্রান্ত ব্যাতিক্রমি কর্মশালা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন সম্পর্কিত ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা তিনটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সংলগ্ন চৌরাস্তা মোড়ে  ইউএনও মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এই ব্যাতিক্রমধর্মী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা বিধিমালা, উত্তোলন বিষয়ক নীতিমালা ও গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 

এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকতা আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মাইজবাগ ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ, উচাখিলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি এ উপজেলায় এটিই প্রথম যা মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।

সভাপতির বক্তব্যে ইউএনও জাকির হোসেন বলেন, জাতীয় পতাকা শুধু লাল সবুজের  এক টুকরো কাপড় নয়, এটি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতিসত্ত্বার অস্তিত্ব। তাই যথাযথভাবে উত্তোলন করা ও নীতিমালা অনুসরণ করা আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

Tags: