muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগ, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর প্রেসক্লাব, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের প্রভাত ফেরি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

প্রভাত ফেরি শেষে দিবসের তাৎপর্য নিয়ে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক যুবলীগ সভাপতি এম এ হালিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, কৃষকলী সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।

Tags: