muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাপাসিয়ায় শিক্ষকদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং শাহজাহান ও স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপি লোহাদী উচ্চ বিদ্যালয় মাঠে মেধা বিকাশ বৃত্তি, সনদপত্র ও শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি  সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আমানত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

প্রশিক্ষণ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ ইব্রাহিম ভূইয়া স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুার রহমান প্রধান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আইন উদ্দিন, বিএসবি এডুকেশন গ্রুপের পরিচালক মাহবুব হাসান লিংকন, জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন মেল্লা, প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু প্রমুখ।

এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন জানান, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার  প্রায় সাড়ে তিন হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Tags: