muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে ডে-কেয়ার কেন্দ্র “নবনীত” উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কর্মজীবি নারীদের শিশু দিবাযত্ন (ডে-কেয়ার) কেন্দ্র “নবনীত” উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদের পিছনে এলজিইডি’র উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর অর্থায়নে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত “নবনীত” ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম. সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আহম্মদ আলী, নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী) এম লায়েছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মোঃ শামসুদ্দৌলা, এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুতি লাল সেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ঠিকাদার মোঃ এমরানুর রহমান এমরান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ মুক্তিযোদ্ধা,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জানা যায়, এম এ ওয়াহেদ নামক ঠিকাদার গত ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ডে-কেয়ার কেন্দ্র “নবনীত” ভবনের কাজ শুরু করে গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কাজটি সম্পন্ন করেন।

Tags: