muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন জেলায় রাত থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত ও হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার রাত থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ ও আগামীকাল দু’দিন আকাশ অনেকটা মেঘলা থাকবে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tags: