
কুলিয়ারচরে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, ইমাম ও সুধীজনদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামান উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান, ডুরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মুহাম্মদ কাইয়ুম হাসান, মোঃ আনোয়ারুল হক আমান, মোঃ নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম ও ফারজানা আক্তারসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।
এ সময় দেশবাসীকে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান।
উল্লেখ্য, রুবাইয়াৎ ফেরদৌসী গত ১২মার্চ বৃহস্পতিবার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।