
কাপাসিয়ায় দুই গরু চোরকে গণধোলাই
কাপাসিয়া উপজেলায় গরু চুরি করে ট্রাক দিয়ে পালানোর সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বোঝাই ট্রাক ব্রিজ থেকে নিচে ফেলে দেয় চালক। এতে করে ট্রাকে থাকা একটি গরু মারা যায়।
ট্রাকের সঙ্গে থাকা দুই জন গরু চোরকে গণধোলাই দিয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার গভীর রাতে উপজেলার সিংহশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া ট্রাকটি পুলিশ দুটি গরুসহ উদ্ধার করে।
গরু চোররা হলো- ডুমদিয়া এলাকার সাইফুল ইসলাম এবং কাসেমপুর এলাকার নাজমুল হোসেন।