muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শেরে বাংলা স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল করতে আপত্তি নেই বিসিবির

করোনা আক্রান্তদের পর্যাপ্ত সহায়তা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এজন্য নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের।

ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো করোনা মোকাবেলায় অস্থায়ী হাসপাতাল বানাতে নিজেদের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এরই মধ্যে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা।

শুধু ব্রাজিল নয় ইউরোপের অনেক দেশ নিজেদের স্টেডিয়াম ছেড়ে দিয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এগিয়ে গেছে এদিকে থেকে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি কোয়ারেন্টাইনের জন্য ইডেন গার্ডেন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ভারতের একাধিক ইনডোর স্টেডিয়ামে হাসপাতাল বানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

করোনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এমন অবস্থায় সরকার চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, সরকার চাইলেই আমরা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অস্থায়ী হাসপাতাল করতে দেব।

মুঠোফোনে জালাল ইউনুস বলেছেন, ‘করোনা এখন জাতীয় সমস্যা। আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং সরকার আমাদের কাছে মাঠ চায়, আমরা অবশ্যই মাঠ দেব। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো নির্দেশনা পাইনি। যদি আসে আমরা সাদরে সুযোগটি নেব। মানুষের জীবনমরণের প্রশ্ন। ক্রিকেট মাঠ সব সময় তৈরি করা যাবে। মানুষের সেবায় আগে উদার হতে হবে।’ 

বাংলাদেশে এখনও করোনা আক্রান্তের সংখ্যা খারাপের দিকে যায়নি। আশার খবর হচ্ছে, গত দুদিন বাংলাদেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে মহামারি ভাইরাস ছড়াতে পারে যেকোন সময়। তাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখছে সরকার।

Tags: