
কুলিয়ারচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোসল করতে গিয়ে জবা রাণী মালাকা নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাজরা মাছিমপুর গোলাপ মিয়ার বাড়ীর সামনে পুকুরে ঘটনাটি ঘটে।
শিশুটি উপজেলার জগৎচর গ্রামের বিমল চন্দ্র মালাকার কন্যা ও বাজরা মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুন : চিকিৎসকদের জন্য পিপিই পাঠালেন বিসিবি সভাপতি
শিশুর পরিবার সূত্রে জানা যায়, জবা রাণী মালাকা একই বাড়ীর ভূবন চন্দ্র মালাকার কন্যা জগৎচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী চিত্রা রাণী মালাকাকে সাথে নিয়ে তার নানা সুকুমার চন্দ্র মালাকার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাতার না জানায় তারা পুকুরের পানিতে হাবুডুবু করতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে পানি থেকে তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জবা রাণী মালাকাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : কিশোরগঞ্জে দোকানপাটে আড্ডা নিষিদ্ধ
অপরদিকে আহত চিত্রা রাণী মালাকাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় জবা রাণী মালাকার বাড়ীতে শোকের মাতম দেখা দিয়েছে।