কুলিয়ারচর - April 5, 2020

কুলিয়ারচরে মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ মোটরসাইকেল ও ২ মোবাইলসেটসহ মোঃ খাইরুল ইসলাম মদুদ (২৬) ও জুবায়ের আহাম্মেদ রনি (১৯) নামে ২ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার জামতলী চৌরাস্তার মোড় জাকির মিয়ার পল্ট্রি ফিড ও ঔষধের দোকানের সামনে থেকে তাদের আটক করে।

আটককৃত খাইরুল ইসলাম মদুদ কিশোরগঞ্জ জেলা সদরের বিন্দাগড় গ্রামের মোঃ এনামুল হকের ছেলে ও জুবায়ের আহাম্মেদ রনি একই গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার কুলিয়ারচর থানার মামলা নং-৩ ধারা ৩৯৪ দন্ডবিধি মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নির্দেশ কর্তব্যরত অফিসার এস.আই কাজী রকিব সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে ৪ এপ্রিল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কান্দিগ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তি দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড হইতে পায়ে হেটে বাড়ী যাওয়ার সময় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কান্দিগ্রাম কাঁঠাল তলা এলাকায় পৌঁছা মাত্রই ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে তার নিকট আসিয়া ধারালো ছুরা দিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করিয়া তার নিকট থেকে একটি মোবাইলসেট ও নগদ ১ হাজার ৯শ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ওই দিন কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই খাইরুল ইসলাম মদুদ ও জুবায়ের আহাম্মেদ রনিকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার বলেন, মামলার সূত্র ধরেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন