muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গুজব ছড়ালেই ব্যবস্থা : তথ্যমন্ত্রী

দেশ-বিদেশ যেখান থেকেই হোক, গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ একথা জানান।

হাসান মাহমুদ বলেন, ‘দেশে যখন কোনো বিশেষ পরিস্থিতি বিশেষ করে প্রতিকূল বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির তৈরি হয়, তখন একটি কুচক্রি মহল জনমনে বিভ্রান্ত ছড়াতে গুজবের আশ্রয় নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের দায়ে এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।’

কুচক্রিমহলটি সরকারকে বেকায়দায় ফেলতেও গুজব ছড়ায় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার এ বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করছে। দেশে ও বিদেশে বসবাসরত কিছু মানুষ সেখান থেকে এই গুজব ছড়ায়। বিদেশে থাকা সবাই দেশ প্রেমিক, দেশকে ভালবাসেন, এদের মধ্যে গুটি কয়েক চেষ্টা করে এবং গুজব ছড়ায়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যেখান থেকেই গুজব ছড়াবে বা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সব সংবাদ মাধ্যমের সম্মানিত কর্মকর্তা, সাংবাদিক ভাই-বোনদের অনুরোধ জানাব, আমাদের লক্ষ্য হবে জনগণ যেন সঠিক সংবাদ ও সঠিক তথ্য পায়। সংবাদের কাটতির জন্য আমরা কেউ যেন জনগণের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হয় এমন সংবাদ পরিবেশন না করি।’

যারা কেবল নেটওয়ার্ক পরিচালনা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এখন মানুষ টেলিভিশন দেখছে এবং টেলিভিশনের মাধ্যমে তথ্য পাচ্ছে। কেবল নেটওয়ার্ক যাতে কোনো জায়গায় ব্যত্যয় না ঘটে সেদিকে নজর রাখবেন। কোনো জায়গায় ব্যত্যয় ঘটলে প্রশাসনের সহায়তা গ্রহণ করবেন।

Tags: