muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই ২০০ টাকা জরিমানা

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন কেউ ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলেই তাৎক্ষণিকভাবে ২০০ টাকা জরিমানা করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলার করোনা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা নিয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ সুপার, সেনা কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আবদুল মান্নান।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সেনাবাহিনীর জেলার দায়িত্বে থাকা লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: