muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সংবাদ প্রকাশের পর ঘর পাচ্ছে সেই রিকশাচালক

’ঘর বানানোর জমানো টাকায় ১২০ পরিবারকে খাবার দিলেন রিকশাচালক’ শিরোনামে ২৬ এপ্রিল রোববার সকালে বিভিন্ন পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরই রিকশাচালকে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে  কাপাসিয়া উপজেলা প্রশাসন। রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোসঃ ইসমত আরা। 

ইউএনও মোঃ ইসমত আরা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে কাপাসিয়ার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিকশাচালকের জামানো টাকায় অসহায়দের ঘরে খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি জানতে পারি। তিনি ঘর করার জন্য জমানো ২৬ হাজার টাকার খাদ্যসামগ্রী ১২০টি পরিবারে দেওয়ার বিষয়টি প্রকাশিত সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা জানতে পেরেছি। লোকটির মহানুভবতা দেখে ওনার বাড়িতে ঘর করে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান বলেন, রিকশাচালক সোরহাব উদ্দীনের জায়গা থাকলে আমরা ঘর করে দিব। আগামীকাল সোমবার সকালে ওনাকে উপজেলা পরিষদে আসতে বলা হয়েছে। 

Tags: