
কুলিয়ারচরে নারী সাংবাদিকের হস্তক্ষেপে অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো বিএনপি’র কার্যালয়
সারাদেশে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে মানুষ এখন ঘরবন্দি। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা বাড়ি হইতে বাহিরে যায়না। এর ব্যাতিক্রম নয় কিশোরগঞ্জের কুলিয়ারচরেও।
আজ মঙ্গলবার (২৮এপ্রিল) সকাল ১০ টার দিকে কুলিয়ারচর বাজার থেকে থাানা পর্যন্ত রাস্তা ছিল প্রায় ফাকা। দায়িত্ব পালন করতে ওই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল নারী সাংবাদিক ফারজানা আক্তার। হঠাৎ তার চোখে পড়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বৈদ্যুতিক পিলারে অনেক গুলো তারে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষনিক ওই নারী সাংবাদিক কুলিয়ারচর থানার ডিউটি অফিসারকে কল করে ফায়ার সার্ভিসকে খবর দিতে বলেন। সাথে সাথে থানার ডিউটি অফিসার কুলিয়ারচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য রক্ষা পায় উপজেলা বিএনপি’র কার্যালয় সহ অনেক ব্যবসা প্রতিষ্টান ও বাসার মানুষ।
সাংবাদিক ফারজানা আক্তারের এ ভূমিকার জন্য প্রশংসা করতে থাকে অনেকেই।