muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

সিঁদুর আর ধানের কুঁড়া মিশিয়ে গুঁড়া মসলা!

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার কেজি ভেজাল গুঁড়া মসলা জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরের রানীর বাজারের লোহাপট্টি এলাকায় একটি মসলা মিলে অভিযান চালিয়ে এসব ভেজাল মসলা জব্দ করা হয়।

এ সময় মিল মালিক আলমগীর মিয়া ও মসলার পাইকার আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৪ লক্ষ টাকা জরিমানাসহ মসলা ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-অধিনায়ক চন্দন দেবনাথ মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, সিঁদুরের রং, চালের গুঁড়া আর কিছু পচা কাঁচা মরিচ শুকিয়ে মিশিয়ে এ কারখানায় তৈরি হচ্ছিল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ায়ও মেশানো হচ্ছিল রং ও ডাল। আর ধনিয়ার সঙ্গে চালের কুঁড়া। এসব ভেজাল গুঁড়া মসলা এ চক্রটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।

Tags: