muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভারতীয় বোলার উমেশ যাদবকে দেখলে মারতে ইচ্ছে হয় তামিমের

আন্তর্জাতিক ক্রিকেটে একযুগেরও বেশি সময় পার করে ফেলেছেন তামিম ইকবাল। খেলেছেন প্রায় সব প্রতিপক্ষের বিপক্ষে। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের নামের পাশে আছে ৩৪৫ ম্যাচ। যেখানে রান করেছেন ১৩ হাজারেরও বেশি। এই সুদীর্ঘ সময়ে অনেক বোলারের মুখোমুখি হয়েছেন তামিম।

এর মধ্যে তামিমের খেলা সবচেয়ে কঠিন বোলার ছিলেন সাঈদ আজমল, রবিচন্দ্রন অশ্বিন ও মর্নে মর্কেল। তবে কোন বোলারকে দেখলে খেলতে সবচেয়ে সহজ বোধ করেন তামিম? কাকে দেখলে মারতে ইচ্ছে হয় তাঁর? মাহমুদউল্লাহর সাথে ইন্সটাগ্রাম লাইভে তামিম জানালেন সে উত্তর। ভারতীয় বোলার উমেশ যাদবকে খেলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তামিম।

লাইভে মাহমুদউল্লাহ তামিমকে বলেন, ‘কিছুদিন আগে এক ইন্টারভিউতে তুই (তামিম) বলছিলি যে, কোন কোন বোলার খেলতে অসুবিধা হয়। সেখানে নাম ছিল সাঈদ আজমল, রবিচন্দ্রন অশ্বিন ও মর্নে মর্কেল। তবে আমার জানার ইচ্ছে, এমন কোন বোলার আছে; যাকে দেখলে তোর মারতে ইচ্ছে করে?’

এর উত্তরে তামিম জানান, ‘ভারতীয় বোলার উমেশ যাদবের প্রতি সবচেয়ে বেশি আক্রোশ তাঁর। তাকে বোলিংয়ে দেখলেই মারতে ইচ্ছে করে তাঁর। তামিমের ভাষ্যে, ‘উমেশ যাদব। তাকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে।’

তামিম ইকবালের ক্রিকেটে আগমনী বার্তা ছড়িয়ে পড়ে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে। সে ম্যাচে ভারতীয় বোলারদের পাড়ার বোলার বানিয়ে ব্যাটিং করেছে তামিম। দলটির বিপক্ষে তিন ফরম্যাটে হাজারের বেশি রান করেছেন তামিম।

Tags: