muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ভেজাল চানাচুর তৈরির দায়ে জরিমানা

কিশোরগঞ্জে ভেজাল চানাচুর তৈরির দায়ে হারুয়া এলাকার রাদিদ সামিয়া ফুট প্রডাক্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

র‌্যাব- ১৪ (সিপিসি -২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফ. এম. শোভন খান জানান, পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে হারুয়া এলাকায় রাদিদ সামিয়া ফুট প্রডাক্ট ফ্যাক্টরিতে অভিযান চালায়।

এ সময় উক্ত প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন অবস্থায় চানাচুর তৈরী, চানাচুর তৈরীতে অনেক দিনের পুরাতন নোংরা তেল ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে চানাচুর তৈরীর আলামত পায়। উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুর রহমান(৫০), পিতা-মোঃ আতিকুর রহমান, সাং-হারুয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে অপরিচ্ছন্ন অবস্থায় ভেজাল চানাচুর তৈরীর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tags: