muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

অন্যান্য বছরের তুলনায় এবছর মে মাসের আবহাওয়া বেশ অন্যরকম। এবছর এপ্রিল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দিনের বেলা গরম সামান্য পড়লেই, দিনান্তে কালো মেঘ এসে হাজির হচ্ছে। যার জেরে প্রবল ঝড় বৃষ্টি, আবার কোথাও কোথাও কালবৈশাখীরও তাণ্ডব দেখা যাচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চারটি বিভাগসহ তিনটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড় বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সীতাকুণ্ড, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, কক্সবাজার, পাবনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Tags: