muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

২৫ বছর পর গণহত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

২৫ বছর পর ফ্রান্সে ধরা পড়েছে রুয়ান্ডার গণহত্যায় অভিযুক্ত ফেলিসিয়েন কাবুগা। শনিবার তাকে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে গ্রেপ্তার করা হয়। ফরাসি বিচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৮৪ বছরের কাবুগা নাম বদলে প্যারিসের কাছে আসনিয়েরেস সুর সেইনি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

রুয়ান্ডায় মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হচ্ছেন কাবুগা। যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছিল।

হুতু সম্প্রদায়ের এই  ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৪ সালে তিনি আট লাখ তুতসিকে হত্যার জন্য হুতুদের অর্থায়ন করেছিলেন।

১৯৯৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ১০০ দিনের মধ্যে রুয়ান্ডায় প্রাণ হারিয়েছিল প্রায় আট লাখ মানুষ। গণহত্যার শিকার অধিকাংশই সংখ্যালঘু তুতসি সম্প্রদায়ের মানুষ ছিল। গণহত্যা চালিয়েছিল হুতু সম্প্রদায়ের লোকজন।

Tags: