muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কাল থেকে কিশোরগঞ্জে সীমিত আকারে ঈদের মার্কেট খোলা

আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত কিশোরগঞ্জে সীমিত আকারে ঈদের মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র কাপড়, প্রসাধনী সামগ্রী ও জুতার দোকান খোলা থাকবে।

সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এসব দোকানে ঈদের কেনাকাটা করা যাবে বলা সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১০ মে সরকারি সিদ্ধান্তে দেশের সব দোকানপাট খোলার পর কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন মার্কেটে হাজার হাজার মানুষের ভিড় জমে। এ অবস্থায় ১৩ মে থেকে জেলায় সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

Tags: