muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত-মৃত্যু বাড়ছে : ফখরুল

করোনার বিস্তার রোধে শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বলে একই সময়ে সীমিত আকারে শপিংমল খুলে দেওয়া এবং যানবাহন চালু রাখার সরকারি সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে।

তিনি দাবি করেন, সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে।

প্রসঙ্গত, সাধারণ ছুটি অব্যাহত থাকলেও রোজার শুরু থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় সরকার। ঈদকে সামনে রেখে পরবর্তীতে মার্কেট ও শপিংমল খোলারও অনুমোদন দেওয়া হয়।

সরকারি হিসাবে, সোমবার নাগাদ দেশে ২৩ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন।

Tags: