muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বেতন-বোনাসের দাবিতে রাজধানীর পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় একাধিক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টা থেকে এপ্রিল মাসের বেতন ও শতভাগ বোনাসের দাবিতে কমলাপুরে সড়ক অবরোধ করে রেখেছে বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা।

লায়লা, সুমি ও শিরিনসহ বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীরা বলেন, ঈদের আগে সবার মোবাইল বিকাশে বেতনের টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মালিক পক্ষ। কিন্তু এখন বেতন দেওয়া হয়নি।

ঘটনাস্থলে মতিঝিল ও শাহজাহানপুর থানা পুলিশের সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়া পোস্তগোলা ও মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় কারখানায় ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বকেয়া বেতন ও শতভাগ উৎসব ভাতার দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশের হিসাবে সাড়ে সাত হাজার কারখানার মধ্যে বোনাস দেওয়া হয়েছে মাত্র ৪২২ কারখানায়। সাড়ে তিন হাজার কারখানায় এপ্রিলের বেতনও বাকি।

Tags: