muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঘরের চালের টিন বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

“প্রতিবন্ধীরা বোঝা নয়,শিক্ষা পেলে করবে জয়”, এ প্রতিপাদ্য নিয়ে পথ চলা ময়মনসিংহের ত্রিশালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুলে ২০০ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য প্রতিবন্ধীদের মাঝে স্কুলের পরিচালক মোঃকামাল হোসেন স্ব উদ্যোগে আটা,সেমাই, চিনি ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করেন।

বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির এই দুর্যোগে  নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় মানুষরা বিভিন্ন ভাবে সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রণোদনা পাচ্ছেন। কিন্তু অনেকটাই কষ্টে দিনাতিপাত করছেন আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।তাই ঘরের চালের টিন বিক্রি করে নিজের হাতে গড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী দিলেন স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Tags: