muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

দেশে করোনায় মৃত্যু ৪০০ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০০ ছাড়িয়েছে। আর আক্রান্ত বেড়ে ৩০ হাজার ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জন।

চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তেও রেকর্ড হয়েছে; ১,৭৭৩ জন। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৩৯৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন। আক্রান্ত ও মৃতদের বেশিরভাগই ঢাকা বিভাগের।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার।

Tags: