muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

পিপিই সংকট নিয়ে কথা বলা সেই ডাক্তার মানসিক হাসপাতালে

করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের সুরক্ষা সামগ্রীর (পিপিই) সংকট নিয়ে সংবাদমাধ্যমে কথা বলে আলোচনায় আসা ডা. সুধাকর রাওকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. সুধাকর গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার সংবাদমাধ্যমের শিরোনাম হলেন। এপ্রিলে সংবাদমাধ্যমে পিপিই সংকটের কথা বলায় চাকরি থেকে বরখাস্ত করা হয় ২০ বছরের অভিজ্ঞ এই চিকিৎসককে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, দক্ষিণের শহর বিশাখাপত্তমের একটি মহাসড়কের পাশে নিজের গাড়িতে খালি গায়ে বসে আছেন ডা. সুধাকর। আরেকটি ভিডিওতে তাকে হাত পেছনে বাঁধা অবস্থায় রাস্তায় বসিয়ে রাখতে দেখা যায় পুলিশকে। এ সময় এক পুলিশ কনস্টেবল তাকে লাঠি দিয়ে আঘাত করছিল।

পুলিশ যখন ডা. সুধাকরকে জোর করে একটি গাড়িতে ওঠাচ্ছিল তখন তিনি চিৎকার করে স্থানীয় সাংবাদিকদের জানান, তাকে জোর করে ব্যক্তিগত গাড়ি থেকে নামানো হয়েছে।‘ওরা আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। আমাকে আঘাত করেছে।’

এর আগে গত শনিবার ডা. সুধাকর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘গত কয়েক দিন ধরে বিভিন্ন  জন আমাকে ফোন করে হুমকি দিচ্ছে।’

ডা. সুধাকরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পিপিই সংকট নিয়ে কথা বলার পর থেকে তাকে হয়রানি করা হচ্ছে।

ডা.  সুধাকরের মা বিবিসি তেলগুকে বলেছেন, তার ছেলের কোনো মানসিক সমস্যা নেই। ‘সে স্বনামধন্য চিকিৎসক। যেদিন থেকে সে সংকটের বিষয়ে মুখ খুলেছে সেদিন থেকে সে হয়রানির শিকার হচ্ছে।’

পুলিশ অবশ্য দাবি করেছে, রাস্তা থেকে মাতাল অবস্থায় সুধাকরকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও ক্ষতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Tags: