muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

দেশে করোনায় আক্রান্ত ৪০ হাজার ছাড়িয়ে

লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা। সবশেষ চব্বিশ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ৪০ হাজার ছাড়িয়ে গেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ২ হাজার ২৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় নতুন ১৫ জনসহ মৃত্যু হয়েছে মোট ৫৫৯ জনের। নতুন ৫০০ জনসহ সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

সবশেষ তথ্যানুযায়ী দেশে চব্বিশ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৭৯ শতাংশ; সুস্থতার হার ২০.৮৯ শতাংশ; মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে সূত্রপাতের পর করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করতে খুব সময় লাগেনি। অতি ছোঁয়াচে এই ভাইরাস এরই মধ্যে কেড়ে নিয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ।

Tags: