muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

এগিয়ে আসেনি এলাকাবাসী, দাফন করলেন এসিল্যান্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া হৃদয় মিয়া (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এসিল্যান্ডের তত্ত্বাবধানে। আজ শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে তাকে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হৃদয় উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও ডাহুরা গোলপুকুর পাড় আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হওয়ায় এলাকার কেউ কবর খনন, কিংবা দাফন-কাফনে এগিয়ে আসেনি। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ভিজে নিজে উপস্থিত থেকে দাফন-কাফন, জানাজা ও কবর খনন করান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াহিদুজ্জামান। এমনকি নিজেও অংশ নেন দাফনে।

হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াহিদুজ্জামান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর শুনে দাফন কাজে এলাকার কেউ এগিয়ে আসেনি। পরে নিজের দায়িত্ববোধ থেকে একজনকে ডেকে এনে কবর খনন করাসহ পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন টিমের সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন করি।

Tags: