muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

হাইকোর্টে জালিয়াতি করে ৫ আসামির জামিন

খুলনায় আলোচিত টিপু শেখ হত্যা মামলায় হাইকোর্টে জামিন জালিয়াতি করে কারাগার থেকে বের হয়ে গেছেন ৫ আসামি। মঙ্গলবার গণমাধ্যমকে এমন খবর প্রকাশ করা হয়েছে।

৫ আসামি হলেন- লুৎফর, সোহাগ, সেলিম, জুয়েল, আব্দুল্লাহ। এই ৫ আসামি গত ১৮ মে ভার্চুয়াল আদালতে জামিন জালিয়াতি করে বের হয়ে যান।

এর আগে, গত বছরের ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে কুপিয়ে এক পা পুরো বিচ্ছিন্ন ও অপর পায়ের অর্ধেক বিচ্ছিন্ন করে মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় টিপু শেখের পিতা আলমগীর শেখ বাদি হয়ে দিঘলিয়া থানায় ৩২ জনের বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর মামলা করেন।

নিহত টিপু শেখের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৭টি মামলা ছিলো বলে জানিয়েছে খুলনা জেলা ডিবি পুলিশ।

Tags: