muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

ফের শীর্ষ ধনী জেফ বেজাস

মার্কিন সাময়িকী ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকার আবারও শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। চলতি বছরের এই তালিকায় সেরা দশে ঠাঁই পেয়েছেনে ভারতীয় ধরকুবের মুকেশ আম্বানিও।

ফোর্বসের তালিকার শীর্ষে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৬ হাজার ৪০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস গেটসের সম্পদের পরিমাণ ১০ হাজার ৯৯০ কোটি ডলার।

এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ, ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট এবং বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট।

এই তালিকার শীর্ষ নয়ে অবস্থান করছেন এশিয়া ও ভারতের এক নম্বর ধনী মুকেশ আম্বানি। তিনি হচ্ছেন এশিয়ার একমাত্র ব্যক্তি যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ৬৩ বছর বয়সী মুকেশের মোট সম্পদের পরিমাণ ৬ হাজার ৪৫০ কোটি ডলার। মুকেশ টানা ১২ বার ভারতের শীর্ষ ধনী হয়েছেন। বর্তমানে তিনি এশিয়া মহাদেশেরও সেরা ধনী।

Tags: