muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নিজের টেস্টে নেগেটিভ, বোর্ডের টেস্টে পজিটিভ হাফিজ

প্রথমবার পজিটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার আবার পজিটিভ। তিন দফায় করোনাভাইরাস পরীক্ষা করে তিনটি ভিন্ন ফল আসায় বেশ অবাক হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত প্রথম দফা করোনা টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছিল তিনি করোনা পজিটিভ। কিন্তু পিসিবির করা এই টেস্টে কোনো আস্থাই বসাতে পারেননি হাফিজ।

পরের দিন তিনি আবারও নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। তাতে দেখা যাচ্ছিল, তিনি আসলে করোনাভাইরাসে আক্রান্ত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিপোর্ট তুলে ধরেন এই পাক ক্রিকেটার। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পিসিবির সঙ্গে এক ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় হাফিজের। পিসিবির পক্ষ থেকে এ নিয়ে তার সমালোচনা করা হয়।

পিসিবি একই সঙ্গে মোহাম্মদ হাফিজকে হুমকি দিয়ে জানিয়ে রেখেছে, কোয়ারেন্টিনে না থেকে, স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কারণ এর আগে নিজে থেকে টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট আসার পর হাফিজ কোয়ারেন্টিনে থাকতে অস্বীকৃতি জানান।

ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে চূড়ান্তভাবে আবারও ১০ ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার সেই রিপোর্ট হাতে পেলে আবারও হাফিজের পজিটিভ ধরা পড়ে।

পিসিবির একটি সূত্র মিডিয়াকে জানাচ্ছে, শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে আগের বারও টেস্ট করা হেয়ছিল পিসিবি খেলোয়াড় ও কর্মকর্তাদের। এবার আবারও টেস্ট করা হলো। সেখানেই দেখা গেলো, পুনরায় পজিটিভ রিপোর্ট এসেছে হাফিজের।

Tags: