muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ট্রাম্পের পরিবারে করোনার থাবা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের প্রেমিকার দেহে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফয়লে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই আইসোলেশনে রয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা আক্রান্তের বিষয়টি জানার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আক্রান্ত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে ট্রাম্পের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হননি। এরপরেও তিনি আইসোলেশনে রয়েছেন। ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন এই নারী। এরআগে, ট্রাম্পের সংস্পর্শে যাওয়া দু’জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৯০ হাজার ৫৮০ জন। মারা গেছে ১ লাখ ৩২ হাজার ১০০ ন। সূত্র: নিউইয়র্ক টাইমস

Tags: